আলভারেজের বিদায় কি বিপাকে ফেলবে গার্দিওলাকে

দুই বছর প্রতিনিধিত্ব করার পর অবশেষে ম্যানচেস্টার সিটি ছেড়ে গেছেন হুলিয়ান আলভারেজ। সন্তোষজনক ম্যাচ টাইম না পাওয়া এবং আর্লিং হলান্ডের ছায়ায় খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়াকেই তাঁর সিটি ছাড়ার অন্যতম কারণ ভাবা হচ্ছে।

দলবদলে আতলেতিকো মাদ্রিদেই নিজের ঠিকানা খুঁজে নিয়েছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা আলভারেজ। সাদা চোখে আলভারেজের সিটি ছাড়ার ঘটনা সাধারণ দলবদল মনে হলেও এর প্রভাব ইংলিশ ক্লাবটির জন্য সুদূরপ্রসারী।

আলভারেজ সিটি ছাড়ায় দলের ফ্রন্টলাইন নিয়ে এখন নতুন করে ভাবতে হচ্ছে গার্দিওলাকে। বিশেষ করে আর্লিং হলান্ড ছাড়া ফরোয়ার্ড লাইনে গোল করার আর কোনো সহজাত খেলোয়াড় নেই।

ফিল ফোডেন, জেরেমি ডকু কিংবা নতুন আসা সাভিওদের কেউই গোল করার সহজাত খেলোয়াড় নন। দলের প্রয়োজনে গোল করার কাজে এগিয়ে এলেও তাঁরা মূলত ভিন্ন পজিশনের খেলোয়াড়। এ কারণেই মূলত বেঞ্চে থেকেও আলভারেজ সিটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন। এমনকি হলান্ড যখন চোটে পড়েছিলেন, তখনো নিজের দায়িত্বটা ভালোভাবেই পালনের চেষ্টা করেছিলেন আলভারেজ।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস লিখেছে, সিটি এ মুহূর্তে আলভারেজের বিকল্প খেলোয়াড়ের সন্ধান করছে। কিন্তু বর্তমান বাজার পরিস্থিতিতে আর্জেন্টাইন তারকার বিকল্প পাওয়া সিটির জন্য একটু কঠিনই মনে হচ্ছে।

এর মধ্যে পেদ্রি, আলেক্সান্দার আইজ্যাক, লুইস ওপেন্দাসহ কিছু নাম সামনেও এসেছে। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের কাউকে পাওয়া যাবে কি না এবং তাঁরা সিটির সঙ্গে মানিয়ে নিতে পারবেন কি না, তা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ICC Champions Trophy Winning Prediction Pakistan Vs New Zealand

In today's ICC Champions Trophy 2025 opener, Pakistan faces...

ফিটকিরির ব্যবহারে বাঁচবে আপনার ডিওডোরেন্টের খরচ

অ্যালুমিনিয়াম সালফেট ও পটাশিয়াম সালফেট দিয়ে তৈরি প্রাকৃতিক লবণ...

১০০ কোটি অ্যালবাম বিক্রি হয়েছিল এলভিস প্রিসলির

এলভিস প্রিসলিকে বলা হয় রক অ্যান্ড রোলের রাজা। হল...

মুগ্ধর মতো কেউ বলে বেড়াক, ‘মগজধোলাই লাগবে কারও, মগজধোলাই?’

৫ আগস্টের পর দেশ যখন চরম বিশৃঙ্খলা আর নৈরাজ্যের...