This Content Is Only For Subscribers
আমার সেনা ভাই ধরা খাইছে
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো খুদে বার্তায় নিউমার্কেট থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করার কথা জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, তাঁকে ওই থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত মঙ্গলবার মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেদিন এ কথা জানায় । তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন।