অ্যালুমিনিয়াম সালফেট ও পটাশিয়াম সালফেট দিয়ে তৈরি প্রাকৃতিক লবণ ফিটকিরি। এর রাসায়নিক নাম পটাশ অ্যালাম। রং শুভ্র সাদা। ফিটকিরি কিন্তু বহু গুণে গুণান্বিত। বহু শতাব্দী ধরে এটি আয়ুর্বেদশাস্ত্রে ব্যবহৃত হয়ে আসছে।
মুখের দুর্গন্ধ দূর করতে, পানি জীবাণুমুক্ত করতে, বগলের দুর্গন্ধ দূর করতে ফিটকিরি বেশ কাজে দেয়।

ফিটকিরির এমনই আরও সাতটি উপকারিতার কথা জেনে নিন:
বগলের দুর্গন্ধ দূর করে
অতিরিক্ত ঘাম থেকে শরীরে দুর্গন্ধ হয়, বিশেষ করে বগলের দুর্গন্ধের জন্য দায়ী হলো অতিরিক্ত ঘাম। বগলের দুর্গন্ধ নিয়ে অনেক সময় বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়। ফিটকিরিতে ঘাম কমানোর আশ্চর্য ক্ষমতা আছে। গোসলের পর ফিটকিরি বগলে ঘষে নিন, দেখবেন দুর্গন্ধ দূর হবে। আর কৃত্রিম ক্ষতিকর ডিওডোরেন্ট ব্যবহার করা লাগবে না।
মুখের দুর্গন্ধ দূর করে
মুখে দুর্গন্ধের কারণে অনেক সময় কর্মস্থলে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। তাঁরা ফিটকিরি-মিশ্রিত পানি দিয়ে কুলকুচি করতে পারেন। এক গ্লাস গরম পানিতে এক গ্রাম ফিটকিরি ও এক চিমটি শিলা লবণ (রক সল্ট) যোগ করে ভালোভাবে গুলিয়ে নিন।এখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ভুলে আবার পানি গিলে ফেলবেন না যেন। এতে আপনার বমির উদ্রেক হতে পারে।